Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

এবার অনলাইনে ওষুধ বিক্রি শুরু অ্যামাজনের

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ১২:২৫

এবার অনলাইনে ওষুধ বিক্রি শুরু অ্যামাজনের

অনলাইন রিটেইল জায়ান্ট অ্যামাজন এবার নিজস্ব ফার্মেসি সেবা শুরু করলো। সরাসরি এখন অ্যামাজন থেকেই চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনতে পারবেন ক্রেতারা।

অ্যামাজন প্রাইম সদস্যরা প্রথম দুইদিন বিনামূল্যে ওষুধ সরবরাহের পাশাপাশি জেনেরিক অর্থাৎ নির্মাতা নির্বিশেষে কোনো ওষুধে ৮০ শতাংশ ও প্রেসক্রিপশনে উল্লেখিত ব্র্যান্ডের ওষুধে ৪০ শতাংশ ছাড় পাবেন।

ওষুধ কেনার আগে মৌলিক কিছু স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দিতে হবে ক্রেতাদের। এরকম তথ্যের মধ্যে থাকবে, ক্রেতা গর্ভবতী কি না, জন্ম তারিখ কত, স্বাস্থ্য বীমার বিস্তারিত ইত্যাদি।

চিকিৎসকরা সরাসরি অ্যামাজন ফার্মেসির কাছে প্রেসক্রিপশন পাঠিয়ে দিতে পারবেন। আপাতত শুধু যুক্তরাষ্ট্রেই এটি সম্ভব হবে। আবার রোগীরা চাইলে বিদ্যমান রিটেইলারের কাছ থেকে অ্যামাজন ফার্মেসিতে চলে আসার আবেদন করতে পারবেন।

অ্যামাজন জানিয়েছে, স্বাস্থ্য ডেটা অ্যামাজনের রিটেইল সাইট থেকে পৃথকভাবে রাখা হবে। কোনো তথ্যই অনুমতি ছাড়া বিজ্ঞাপনদাতাদের সাথে শেয়ার করা হবে না। -বিবিসি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫