Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ট্রাম্পের টুইটার-ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ১০:৪৪

ট্রাম্পের টুইটার-ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ

যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার প্রেক্ষিতে তার অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করে দিয়েছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় তিন প্ল্যাটফর্ম টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম।

ফেসবুক ঘোষণা করেছে, তারা আগামী ২৪ ঘণ্টা ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক পেজ থেকে কোনো পোস্ট অনুমোদন করবে না।

টুইটারও ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য লক করে দিয়েছে। একইসাথে টুইটারের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ট্রাম্প যদি এ ধরনের টুইট করা থেকে বিরত না হন তাহলে স্থায়ীভাবে তার অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেয়া হবে।

টুইটার আরো জানায়, ট্রাম্প তার তিনটি টুইটে ‘সিভিক ইনটেগ্রিটি পলিসি গুরুতরভাবে লঙ্ঘন’ করেছেন। ওই টুইটগুলো সরিয়ে না নিলে এবং এ ধরনের টুইট করা অব্যাহত রাখলে ট্রাম্পের অ্যাকাউন্ট (@realDonaldTrump) চিরতরে বন্ধ করা হতে পারে বলেও সতর্ক করে টুইটার।

গত নভেম্বরের নির্বাচনে বিজয়ী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের জয়কে স্বীকৃতি দেয়ার জন্য স্থানীয় সময় গতকাল বুধবার (৬ জানুয়ারি) ভবনটিতে কংগ্রেসের যৌথ অধিবেশন চলার সময় এই হামলার ঘটনা ঘটে। 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫