Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

বিকাশে গেম খেলে পিএস৫ জেতার সুযোগ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২১, ২০:৩৫

বিকাশে গেম খেলে পিএস৫ জেতার সুযোগ

বিকাশ অ্যাপে গেম খেলে পিএস৫ জেতার সুযোগ।

বিকাশ অ্যাপে গোয়ামা গেমস ইউরো কাপে “ড্রিবল মাস্টার” ও “পেনাল্টি মাস্টার” খেলে টপ স্কোরার হলেই পাবেন সনি প্লে স্টেশন ফাইভ। এছাড়া প্রতি সপ্তাহে থাকছে ৫০০ জনের জন্য ২৫ থেকে ১০০ টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ জেতার সুযোগ। 

শনিবার (১৯ জুন) বিকাশের পক্ষ থেকে এ তথ্য জানানো হযেছে। টুর্নামেন্টটি চলবে ৮ জুলাই পর্যন্ত।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাশ অ্যাপের মাধ্যমে ড্রিবল মাস্টার ও পেনাল্টি মাস্টার গেম দু’টি খেলে চার সপ্তাহে টপ স্কোর করতে হবে। ১১ থেকে ২৪ জুন এ দুই সপ্তাহ চলবে ড্রিবল মাস্টার এবং ২৫ জুন থেকে ৮ জুলাই এ দুই সপ্তাহ চলবে পেনাল্টি মাস্টার গেমটি। সবগুলো টুর্নামেন্ট মিলিয়ে সেরা স্কোর করলে গ্রাহক জিতে নিতে পারবেন সনি প্লে স্টেশন ফাইভ। 

এছাড়া প্রতি সপ্তাহে প্রতিটি টুর্নামেন্টে ৫০০ জন টপ স্কোরারের জন্য থাকছে মোবাইল রিচার্জ বোনাস। প্রথম ২৫০ জন ১০০ টাকা, পরবর্তী ১৫০ জন ৫০ টাকা এবং শেষ ১০০ জন পাবেন ২৫ টাকা মোবাইল রিচার্জ।

প্রতিটি টুর্নামেন্টে প্রবেশ করতে হলে একজন গ্রাহককে বিদ্যানন্দ ফাউন্ডেশনে ২ টাকা অনুদান দিতে হবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারীদেরকে আনলিমিটেড লাইফ দেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫