১২ ডিসেম্বর ফাইভ-জির যুগে প্রবেশ করছে বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ২০:১৭

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, আগামী ১২ ডিসেম্বরের মধ্যে দ্রুতগতির ফাইভ জির যোগে প্রবেশ করছি।
তিনি বলেন, এছাড়া ২০২৩ সালের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া হবে।
পৃথিবীর ৬-৭টি দেশের বেশি এখনো ফাইভ-জি যায়নি বলেও জানান মন্ত্রী।
শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লি. (বিএসসিএল) আয়োজনে গাজীপুরের সজীব ওয়াজেদ উপগ্রহ ভূ-কেন্দ্রে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএসসিএল চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান ও অতিরিক্ত সচিব মো. কামরুজ্জামানসহ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিএসসিএল ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।