Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ভুল পোস্ট ডিলিট করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ১২:১৮

ভুল পোস্ট ডিলিট করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

ফাইল ছবি

ঝটপট চ্যাটিংয়ের পাশাপাশি একাধিক নতুন নতুন ফিচার ও সুবিধার কারণেই আজ বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন একটি ফিচার উন্মুক্ত করেছে। এই আনডু স্ট্যাটাস ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্ট্যাটাস পোস্ট করে সাথে সাথে ডিলিট করতে পারবেন। 

নতুন ফিচারটি আইওএস বেটা অ্যাপে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

জানা গেছে, পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়েছে। বর্তমানে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ডিলিট করার জন্য তিনটি ডটের ডিলিট অপশন রয়েছে। বেটা ভার্সন অ্যাপে নতুন ফিচার আনডু স্ট্যাটাস আপডেট পরীক্ষামূলকভাবে চালু করা হলেও সবার জন্যই চালু করা হবে।

নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একবার আনডু অপশন সিলেক্ট করলে, স্ট্যাটাস আপডেট অটোমেটিক ডিলিট হয়ে যাবে। ফলে ব্যবহারকারীদের স্ট্যাটাস আপডেট কেউ দেখতে পাবে না। 

ভুলবশত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেট করে দিলে দ্রুত সেই স্ট্যাটাস ডিলিট করতে সাহায্য করবে নতুন আনডু স্ট্যাটাস ফিচার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫