গুগল ম্যাপ ব্যবহারকারীদের নতুন ফিচার নিয়ে এসেছে। এখন থেকে যেকোনো নেভিগেশনে টোল বাবদ কত খরচ হবে তা গুগল ম্যাপ জানিয়ে দেবে।
এক কমিউনিটি পোস্টে গুগল ম্যাপ জানিয়েছে, টোল রাস্তা ও বিনামূল্যে রাস্তা বেছে নেওয়ার সুবিধা করে দিতে প্রথমবারের জন্য গুগল ম্যাপের ভেতরে টোলের খরচ দেখিয়ে দেওয়া হবে।
যাত্রা শুরুর আগেই অ্যাপের মধ্যে টোলের খরচ দেখে নেওয়া যাবে। স্থানীয় টোল অথরিটির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই খরচ হিসাব করা হবে।
টোল প্লাজা অতিক্রম করতে হবে কিনা বা টোল প্লাজা অতিক্রম করতে কত খরচ হতে পারে তাও জানিয়ে দেওয়া হবে।
ব্যবহারকারী চাইলে টোল অতিক্রম না করেই সেটিংস থেকে টোলের খবর জেনে নিতে পারবেন। চাইলে টোল প্লাজা থেকে দূরত্ব বজায় রেখে বিনামূল্যের রাস্তা ব্যবহার করেও যাতায়াত করতে পারবেন। ব্যবহারকারীর জন্য সেই অপশন দেখাবে গুগল ম্যাপ।
এখনও বিশ্বের সব রুটে এই ফিচার শুরু করেনি জনপ্রিয় নেভিগেশন সার্ভিসটি।
গুগল জানিয়েছে, ভারত ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও ইন্দোনেশিয়ায় প্রায় ২০০০ টোল রাস্তায় এই পরিষেবা শুরু হয়েছে।
বিষয় : গুগল ম্যাপ নেভিগেশন টোল ফিচার
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh