Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

যেভাবে ইনস্টাগ্রামের সার্চ হিস্ট্রি মুছবেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ১১:২০

যেভাবে ইনস্টাগ্রামের সার্চ হিস্ট্রি মুছবেন

ইনস্টাগ্রামের লোগো

ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষও একের পর এক নতুন ফিচারও যুক্ত করছে। ব্যবহারকারীর ইনস্টাগ্রাম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই এই ব্যবস্থা।

যারা নিয়মিত ইনস্টাগ্রাম ব্যবহার করেন তারা প্রায়ই একটি সমস্যার সম্মুখীন হন। তা হচ্ছে ইনস্টাগ্রামে কোনো তথ্য খুঁজলেই অনুসন্ধান করা শব্দটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে জমা হয়।

চাইলেই আপনি সার্চ হিস্ট্রি মুছে ফেলতে পারবেন। তবে এই তথ্য অনেকেরই হয়তো অজানা। চলুন জেনে নেয়া যাক কীভাবে কাজটি খুব সহজেই করতে পারবেন-

¾ ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন।

¾ অ্যাপের ডান পাশের কোণে থাকা আপনার প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এবার প্রোফাইল পেজ চালু হলে ওপরের ডান পাশে থাকা সেটিংস অপশন নির্বাচন করুন।

¾ সেটিংস পেজ খুলে গেলে সিকিউরিটি মেনুতে ক্লিক করতে হবে।

¾ আপনি যদি অ্যানড্রয়েড থেকে ইনস্টাগ্রামের সার্চ হিস্ট্রি মুছতে চান, তবে সার্চ হিস্ট্রি অপশনে ক্লিক করুন। আইফোনে হলে ক্লিয়ার সার্চ হিস্ট্রিতে ক্লিক করুন।

¾ এবার ইনস্টাগ্রাম সার্চ হিস্ট্রি পেজ থেকে ক্লিয়ার অল অপশন নির্বাচন করুন। প্রম্পট বক্স দেখা গেলে পুনরায় ক্লিয়ার অল অপশনে ট্যাপ করলেই সার্চ হিস্ট্রি মুছে যাবে। চাইলে নির্দিষ্ট তথ্যও মোছা যাবে ইনস্টাগ্রামে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫