জনপ্রিয়তা বাড়াতে ও ব্যবহারকারীদের সুবিধার্থে বছর শুরুতেই নতুন ফিচারের ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে হোয়াটসঅ্যাপে-এ ৫টি চ্যাট পিন টু টপ করা যাবে।
সম্প্রতি প্রযুক্তি ওয়েবসাইট ওয়াবেটাইনফো এ তথ্য জানিয়েছে।
ওয়াবেটাইনফো জানিয়েছে, বিভিন্ন চ্যাট, মেসেজের ভিড়ে অনেক জরুরি চ্যাট হারিয়ে যায়। প্রয়োজনের সময় সেগুলো দ্রুত খুঁজে পাওয়া কঠিন হয়। সেই সমস্যা দূর করার জন্য আসছে এই নতুন ফিচার। এই ফিচারের সাহায্যে সহজেই প্রয়োজনীয় চ্যাটকে খুঁজে পাওয়া যাবে। সেই কারণেই ৩টির পরিবর্তে বদলে এখন থেকে ৫টি জরুরি চ্যাট পিন টু টপ করা যাবে।
যেভাবে চ্যাট পিন টু টপ করবেন-
সবার আগে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। এবার যে চ্যাট টিকে পিন টু টপ করবেন সেটাকে ক্লিক করে থাকুন বা রাইট সোয়াপ করুন।
উপরে একটি পিন আইকন দেখা যাবে। সেটিকে ক্লিক করুন। তাহলেই আপনার চ্যাট পিন টু টপ হয়ে যাবে।
সবার উপরে থাকবে সেই চ্যাট। ডেস্কটপেও একই উপায় চ্যাট পিন টু টপ করতে পারবেন।
শিগগিরই এই ফিচার আসতে চলছে। একই সাথে মেসেজের মতো যেন স্ট্যাটাস রিপোর্ট করা যায় এখন তা নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এই ফিচার এলে স্ট্যাটাসে কেউ বিদ্বেষমূলক বা ঘৃণা ছড়াচ্ছে এমন পোস্ট করলে সেটা রিপোর্ট করা যাবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : হোয়াটসঅ্যাপ চ্যাট পিন রিপোর্ট চ্যাট
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh