তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের জন্য মেটাকে ১ দশমিক ৩ বিলিয়ন ইউরো (১ দশমিক ৩ বিলিয়ন ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়নের তথ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
জরিমানার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো বন্ধ করার আদেশেও দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামী ছয় মাস ফেসবুকের ইউরোপীয় সেবা গ্রহীতাদের ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াজাত করতে ৬ মাসের নিষেধাজ্ঞাও দিয়েছে। ডিপিসির এক সূত্রে এ তথ্য জানা যায়।
ডিপিসির তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে তথ্য স্থানান্তরের বর্তমান আইনি কাঠামো ইউরোপীয় ইউনিয়নে ফেসবুক ব্যবহারকারীদের মৌলিক অধিকার ও স্বাধীনতার ঝুঁকি মোকাবিলায় ব্যর্থ হয়েছে। এর ফলেই ইউরোপীয় ইউনিয়নের সাধারণ তথ্য সুরক্ষা প্রবিধান (জিডিপিআর) লঙ্ঘন হয়েছে।
এর আগে ২০২১ সালে ডেটা চুরির ঘটনায় অ্যামাজনকে ৬,৬৮৮ কোটি টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন কর্তৃক আরোপিত মেটার জরিমানা এখন পর্যন্ত সবচেয়ে বড় শাস্তি।
এই জরিমানা শুধুমাত্র ফেসবুকের জন্য, যা মেটাতে এবং ডেটা ট্রান্সফার বন্ধ করতে মেটাকে পাঁচ মাস সময় দিয়েছে বোর্ড। এদিকে মেটা আবার জরিমানার বিরুদ্ধে আদালতে পাল্টা মামলা করার কথা বলেছে।
এর আগে পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অপব্যবহারের অভিযোগ ওঠে ফেসবুকের বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে ক্ষমা চান মার্ক জুকারবার্গ।
এবারের জরিমানার ঘটনাকে মেটা কর্তৃপক্ষ অন্যায্য এবং অপ্রয়োজনীয় বলে অভিহিত করেছে। মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ জানিয়েছেন, তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh