Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ওপেনএআই-এর বোর্ডের পদত্যাগ দাবি করলেন কর্মীরা

Icon

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ১৫:৫১

ওপেনএআই-এর বোর্ডের পদত্যাগ দাবি করলেন কর্মীরা

ওপেনএআই-এর বোর্ডের পদত্যাগ দাবি করেছে প্রতিষ্ঠানটির কর্মীরা | ছবি : সংগৃহীত

স্যাম অল্টম্যানকে বরখাস্ত করায় ওপেনএআই-এর বোর্ডের পদত্যাগ দাবি করেছে প্রতিষ্ঠানটির কর্মীরা। এক চিঠিতে কর্মীরা বোর্ডের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। পাশাপাশি তারা এটিকে প্রতিষ্ঠানের কাজকে অবমূল্যায়ন করার অভিযোগও তুলেছে। ওই চিঠিতে তারা সাবেক সিইও অল্টম্যানকে পুনর্বহালের দাবিও জানায়।

কিন্তু অল্টম্যান ইতোমধ্যে মাইক্রোসফটে যোগ দিয়েছেন এবং সেখানে নতুন কিছু করার অভিপ্রায় ব্যক্ত করেছেন।

ওই চিঠিতে ওপেনএআই-এর কয়েকশ কর্মী স্বাক্ষর করেছেন, এর মধ্যে কয়েকজন উচ্চ পর্যায়ের স্টাফও রয়েছে। তাদের দাবি পূরণ না হলে তারা নিজেরাই পদত্যাগ করতে পারেন বলেও জানানো হয়েছে। তারা আরও বলেছেন, ওপেনএআই-তে সবচেয়ে বড় বিনিয়োগকারী মাইক্রোসফট তাদের আশ্বস্ত করেছে, যদি ওপেনএআই কর্মীরা মাইক্রোসফটে যোগ দিতে চাই তাহলে প্রতিষ্ঠানটি তাদের স্বাগত জানাবে।

এ প্রসঙ্গে ওপেনএআই-এর একজন এনগেজমেন্ট ম্যানেজার ইভান মরিকাওয়া তার এক্স (সাবেক টুইটার) -এ পোস্ট করেছেন যে, প্রতিষ্ঠানটির ৭৭০ জন কর্মীর মধ্যে ৭৪৩ জন তাদের নাম চিঠিতে যুক্ত করেছেন।

এদিকে সিএনবিসি এর সাথে এক সাক্ষাৎকারে মাইক্রোসফট সিইও সত্য নাদেলা বলেছেন, মাইক্রোসফট ওপেনেএআই এবং ওপেনেএআইয়ের সাথে যারা কাজ করছে সবার সাথে কাজ করার জন্য উন্মুক্ত।

প্রযুক্তি বিশ্লেষকরা মাইক্রোসফটের বর্তমান অবস্থা এবং ওপেনএআই-এর অভ্যন্তরীণ পরিস্থিতিতে ধারনা করছেন করা হচ্ছে ওপেনএআই-এ বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫