মাইক্রোসফটের 'কো-পাইলট' এখন অ্যান্ড্রয়েডেও কাজ করবে

মাইক্রোসফটের এআই চ্যাটবট টুল 'কো-পাইলট' অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও চালু হয়েছে। অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। এবং এতে সাইন ইন করার জন্য মাইক্রোসফট অ্যাকাউন্টের প্রয়োজন হবে না।

মাইক্রোসফটের আই চ্যাটবট 'কো-পাইলট' দিয়ে ব্যবসায়িক ই-মেইল লেখা থেকে শুরু করে কোডিংও তৈরি করা যাবে। কো-পাইলটে ব্যবহার করা হয়েছে ওপেন-এআই এর সর্বশেষ মডেল জিপিটি-৪ এবং ডিএএলএল-ই ৩। এর মাধ্যমে সাধারণ টেক্সট থেকে ইমেজও তৈরি করা যাবে।

সংবাদমাধ্যম এনগেজেট জানিয়েছে, অতীতের বিং চ্যাটের বর্তমান সংস্করণ কো-পাইলটে মোবাইল সংস্করণটি কোনোরকম প্রাতিষ্ঠানিক ঘোষণা ছাড়াই চালু করা হয়েছে। চলতি মাসের শুরুর দিক থেকেই অ্যাপটি চালু করা হয়েছে। কো-পাইলটের আইওএস সংস্করণ এখনও আসেনি এবং কবে নাগাদ আসবে সে সম্পর্কেও কোনও ধারণা দেওয়া হয়নি।

তবে এই অ্যাপটির মাধ্যমে কো-পাইলট মোবাইলের জগতে প্রবেশ করলো বলে মন্তব্য করে সংবাদমাধ্যমটি। এর আগে উইন্ডোজ ১০-এর জন্য এটি চালু করা হয়। তবে মাইক্রোসফটের নতুন এই আপডেটের সঙ্গে থাকছে ভিডিও’র সারসংক্ষেপ তৈরির ক্ষমতা এবং গান তৈরির ফিচার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //