ভ্রমণে গুগল ম্যাপের ব্যবহার

সাধারণত আমরা ছুটি নিয়ে ঘুরতে যাই। সেই ছুটিটাও থাকে হাতেগোনা কয়েক দিনের। তাই এই সীমিত সময়ের মধ্যে ভ্রমণের পূর্ণ স্বাদ নিতে দরকার একটি সুন্দর পরিকল্পনা। আর তাতে সাহায্য করবে গুগল ম্যাপ। ভ্রমণের প্রস্তুতি থেকে শুরু করে শেষ সময় পর্যন্ত বেশ দরকারি একটি অনুষঙ্গ হতে পারে গুগল ম্যাপ। এখান থেকে সহজে ভ্রমণের স্থান, যানবাহন, খাবার, হোটেলসহ অনেক তথ্য জানা সম্ভব।

রিভিউ

কোথাও ঘুরতে যাওয়ার আগে সেই স্থানের রিভিউ জানাটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আগে যারা ঘুরতে গেছেন তাদের কেমন লেগেছে। এজন্য গুগল ম্যাপের সাহায্য নেওয়া যায়। যেমন আপনি যেখানে ঘুরতে যাবেন গুগল ম্যাপে গিয়ে সেই স্থানের নাম লিখুন। এভাবে গুগল ম্যাপে সার্চ করার পর ‘রিভিউজ’ থেকে ‘রাইট আ রিভিউ’ অপশন পাওয়া যাবে। সেখানে এক থকে পাঁচ রেটিং দেওয়ার পাশাপাশি নিজের মতামত লেখার সুযোগ থাকছে। এ রেটিং দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, সেখানে যাবেন কিনা।

লোকেশন শেয়ারিং

আমরা সব সময় নতুন জায়গা ঘুরতে পছন্দ করি। আর নতুন জায়গার সবই হয় অপরিচিত ও অচেনা। সুতরাং সেখানে গিয়ে যে কোনো বিপদে পড়তে হতে পারে। তখন গুগল ম্যাপের সাহায্য নেওয়া যাবে। জরুরি সেবা পেতে গুগল ম্যাপ বেশ কাজে দেবে। পাশাপাশি প্রয়োজন হলে নিজের অবস্থান অন্যদের জানিয়ে দেওয়া যায়। গুগল ম্যাপে গিয়ে ‘লোকেশন শেয়ারিং’ অপশন সিলেক্ট করতে হবে। তারপর কত সময়ের জন্য করবেন তা ঠিক করলে কন্টাক্ট লিস্ট দেখাবে, পাশাপাশি লিংক কপিও করা যাবে। এরপর কন্টাক্ট বেছে নিলেই লিংক চলে যাবে। অন্য পাশ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার অবস্থান দেখা যাবে।

হোটেল

ভ্রমণে হোটেল বুকিং করা বেশ ঝামেলার কাজ হলেও দরকারি। আপনি যেখানে যাবেন হোটেল তার কাছাকাছি ঠিক করতে হবে। এখানেও গুগল ম্যাপের সাহায্য নেওয়া যাবে। গুগল ম্যাপে ভ্রমণের স্থান লিখে প্রথমে সার্চ করতে হবে। এরপর স্ক্রিনের ঠিক ওপরে হোটেলসহ আরও কিছু অপশন পাওয়া যাবে। ‘হোটেলস’ অপশন সিলেক্ট করলে ওই এলাকার হোটেলের তালিকা দেখাবে। যে কোনো একটিতে ক্লিক করলে হোটেলটির সব তথ্য জানা যাবে। এমনকি আগে যারা সেখানে থেকেছেন তাদের দেওয়া রেটিং দেখা যাবে। ওই রেটিং সিদ্ধান্ত নেওয়া সহজ করবে। পাশাপাশি হোটেল বুকিংয়ের জন্য ওয়েবসাইট ও নম্বর সেখানে পাওয়া যাবে।

দর্শনীয় স্থান

গুগল ম্যাপে ভ্রমণের স্থান সার্চ করলে স্ক্রিনের ওপরের দিকে বেশ কয়েকটি অপশন দেখাবে। সেখান থেকে রেস্তোরাঁ, পানশালা, এটিএম বুথসহ অন্যান্য তথ্য পাওয়া যাবে। এ ছাড়া ‘থিংকস টু ডু’ নামে একটি অপশন রয়েছে। এর মাধ্যমে আশপাশে ঘুরে দেখার জায়গা ও স্থাপনা সম্পর্কে তথ্য পাওয়া যাবে। প্রতিটি স্থান সেভ করে রাখার সুযোগ রয়েছে।

পরিবহন

গুগল ম্যাপে সার্চ করার পর ‘ট্রানজিট’ অপশন পাওয়া যাবে। এটি সিলেক্ট করলে সেখানে যেতে যেসব স্টেশন পড়বে সেগুলো দেখাবে। প্রতিটি স্থানে ‘ডিরেকশনস’ অপশন রয়েছে। তাতে ক্লিক করলে কার, বাস বা হেঁটে কতটা পথ পাড়ি দিতে হবে সে তথ্য দেখাবে। পাশাপাশি সম্ভাব্য বাস বা ট্রেনসহ অন্যান্য পরিবহনের তথ্যও দেখাবে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh