যুক্তরাষ্ট্রে কিশোর সন্তানকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট নির্মাতার বিরুদ্ধে মামলা হয়েছে। মেগান গার্সিয়া নামে এক মা গত ফেব্রুয়ারিতে তার ১৪ বছরের ছেলে সেওয়েল সেটজার আত্মহত্যার ঘটনায় মামলাটি করেছেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে ক্যারেক্টার ডট এআইকে। গত মঙ্গলবার (২২ অক্টোবর) ফ্লোরিডার অরল্যান্ডোয় মামলাটি করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মেগানের অভিযোগ, তার ছেলে সেওয়েল ‘গেম অব থ্রোনসের’ একটি চরিত্রের ওপর ভিত্তি করে ক্যারেক্টার.এআইয়ের চ্যাটবটের সঙ্গে ভার্চ্যুয়াল সম্পর্ক গড়ে তুলেছিল। আর এটাই ছেলেকে আত্মহত্যার দিকে প্ররোচিত করেছে। মামলার নথিতে বলা হয়, চরম যৌন তাড়না ও ভয়ংকর বাস্তবসম্মত অভিজ্ঞতা উপস্থাপন করে তার ছেলেকে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। ওর সামনে বারবার আত্মহত্যার বিষয়টি উত্থাপন করা হতো যার ফলে ছেলেটির মাথায় আত্মহত্যার চিন্তা আসে।
এই মামলায় আসামির তালিকায় বিশ্বের অন্যতম বৃহত্তম প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলের নামও রয়েছে। এ বিষয়ে গুগলের মুখপাত্র আল-জাজিরাকে বলেন, ক্যারেক্টার ডট এআই একটি আলাদা প্রতিষ্ঠান। তাদের পণ্যের সঙ্গে গুগলের কোনো যোগসূত্র নেই। এক্স পোস্টে দেওয়া বিবৃতিতে ক্যারেক্টার ডট এআই বলছে, ব্যবহারকারীদের একজনকে চিরতরে হারানোয় হৃদয় ‘ভেঙে’ যাচ্ছে। পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানানো হয়েছে।
মেগানের পক্ষ থেকে করা মামলায় মৃত্যু ও ইচ্ছাকৃত মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য অনির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আত্মহত্যা কৃত্রিম বুদ্ধিমত্তা
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh