একবার চার্জে ৮০ কিলোমিটার চলবে ইলেকট্রিক বাইক

একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ ৮০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম নতুন বৈদ্যুতিক বাইক দেশের বাজারে এনেছে ডিএক্স গ্রুপ।

চীনের বৈদ্যুতিক বাইক নির্মাতা প্রতিষ্ঠান আইমার তৈরি ‘আইমা এফ-৬২৬’ মডেলের বাইকটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার। ফলে বাসায় প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা চার্জ করে নির্দিষ্ট গন্তব্যে স্বচ্ছন্দে চলাচল করা যাবে।

বৈদ্যুতিক বাইকটির সামনের চাকায় ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক ও রিয়ারে ড্রাম ব্রেক। ৮০০ ওয়াট মোটরযুক্ত বাইকটিতে আরও রয়েছে ৭২ ভোল্ট আর ২২ অ্যাম্পিয়ারের গ্রাফিন লেড-অ্যাসিড ব্যাটারি। শক্তিশালী ব্যাটারিযুক্ত বাইকটির ওজন ১০৬ কেজি। ফলে সহজেই চালানো যায়। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ বাইকটির দাম ধরা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।

নতুন বৈদ্যুতিক বাইকটির বিষয়ে ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেওয়ান কানন বলেন, ‘আধুনিক প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক বাইকটি যোগাযোগের অন্যতম বিকল্প মাধ্যম হবে বলে আমরা আশাবাদী। কম খরচে সহজ যাতায়াতের সুযোগ তৈরির মাধ্যমে ব্যবহারকারীদের জীবনযাত্রার মান বাড়াতে ভূমিকা রাখবে পরিবেশবান্ধব বাইকটি।’ 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh