যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের খবরে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের বিনিময় হার রেকর্ড উচ্চতায় উঠেছে। গতকাল বুধবার (৬ নভেম্বর) প্রথমবারের মতো বিটকয়েনের দাম ৭৫ হাজার ডলার ছাড়িয়েছে। এতে প্রভাবক হিসেবে কাজ করেছে ট্রাম্পের প্রতিশ্রুতি। রিপাবলিকান প্রার্থী আগেই বলেছিলেন, নির্বাচিত হলে তিনি ক্রিপ্টো খাতকে সমর্থন করবেন।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গত মাসে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসও ক্রিপ্টো খাত নিয়ে ইতিবাচক কথা বলেছিলেন।
কমলা জানান, তিনি নির্বাচিত হলে এমন এক ‘অর্থনৈতিক সুযোগ’ তৈরি করবেন, যা ক্রিপ্টো মালিকদের নিয়ন্ত্রক সংস্থা সংশ্লিষ্ট জটিলতা থেকে সুরক্ষা দেবে। যদিও খাতটির শুরুত্বপূর্ণ নীতি নির্ধারকরা ট্রাম্পের পক্ষেই সমর্থন ব্যক্ত করেন।
এক সময় বিটকয়েনকে ‘ডলারের বিপরীতে স্ক্যাম’ বলে আখ্যা দেওয়া ট্রাম্প এবারের নির্বাচনে নিজেকে ক্রিপ্টোপন্থী প্রার্থী হিসেবে প্রচার করেন। গত জুলাইয়ে ন্যাশভিল শহরে আয়োজিত ‘বিটকয়েন ২০২৪’ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি বিটকয়েনের কোষাগার গড়ে তুলবেন, যেখানে অপরাধীদের কাছ থেকে সরকারের বাজেয়াপ্ত করা অর্থ জমা পড়বে।
বিশ্লেষকরা বলছেন, বুধবার বিটকয়েনের বিনিময় হার বেড়ে যাওয়ার পেছনে কাজ করেছে রিপাবলিকান দলের সিনেট নিয়ন্ত্রণের সম্ভাবনার বিষয়টি।
আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান কয়েনকর্নারের প্রধান নির্বাহী ড্যানি স্কট বলেন, বিটকয়েন কোষাগার তৈরির পরিকল্পনা বাস্তবায়নের খুব কাছাকাছি। বিটকয়েনের এই সাফল্যের পেছনে একাধিক বিষয় কাজ করলেও বিনিময় হারে সাম্প্রতিক উত্থান ঘটেছে ট্রাম্পের নিজেকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করার বিষয়টি।
বিস্তৃত ক্রিপ্টো বাজারেও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির কারণে বড় উত্থান দেখা গেছে, যেখানে এ খাতের সামগ্রিক বাজারমূল্যে যোগ হয়েছে ২৫ হাজার কোটি ডলার। এতে জুলাইয়ের পর থেকে প্রথমবারের মতো এই খাতের বাজারমূল্য দুই লাখ ৪৫ হাজার কোটি ডলার ছাড়িয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বিটকয়েন ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh