মানুষের মত কথা বলবে, আচরণ করবে এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এমন একটি প্রযুক্তি, যা মানুষকে হিমশিম খাওয়ানো কাজগুলোও কয়েক সেকেন্ডে করতে সক্ষম। তবে এবার এআই শুধু কাজই করবে না, বরং মানুষের মতোই কথা বলবে এবং আচরণ করবে বলে জানিয়েছেন মাইক্রোসফটের সিইও মোস্তফা সুলেমান।

প্রথমবার ভারত সফরে এসেছেন সুলেমান। বিশ্ববিখ্যাত সংস্থার এআই ডিভিশনের সিইও তিনি। আর এসেই তিনি জানাচ্ছেন, ”কল্পনা করুন আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আপনার স্টাইল, আপনার ছন্দ সব রপ্ত করে ফেলেছে! কোন কোন তথ্য আপনার জন্য জরুরি, সোজা কথা কথায় কেবলই কাজ করা হয়, গভীরভাবে ব্যক্তিগত হয়ে ওঠা। আর তা আপনারই অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে।” তার দাবি, অদূর ভবিষ্যতে কেবল কাজ নয়, মানুষের জীবনযাপনকেও আরও ‘স্মার্ট’, আরও নিখুঁত করে তুলবে এআই।

মাইক্রোসফটের ভারত ও দক্ষিণ এশিয়া বিভাগের সভাপতি পুনীত ছন্দকও ছিলেন সুলেমানের সঙ্গে। তারা আগামিদিনে কোটি কোটি মানুষের পাশে দাঁড়াতে কী কী পরিকল্পনা করেছেন, সেকথাও তুলে ধরেন এদিন। যার মধ্যে অন্যতম ‘কিশানএআই’। এই এআই টুল সরকারকে সাহায্য করবে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছনোর। ‘রিয়েল টাইম’ তথ্য দিয়ে কৃষকদের সাহায্য করবে।

সাম্প্রতিক অতীতে এইচসিএলের প্রাক্তন সিইও বিনীত নায়ার দাবি করেছিলেন, ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড়সড় প্রভাব ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা। যার ফলে অন্তত ৭০ শতাংশ মানুষকে ছাড়াই কাজ চালিয়ে দেয়া সম্ভব হবে। কিন্তু এদিন মাইক্রোসফটের দুই নেতা এক অন্য স্বপ্ন দেখালেন। যন্ত্রের বিরোধিতা নয়, তাকে সঙ্গে করেই সমৃদ্ধ হবে সভ্যতা, এমনই রঙিন স্বপ্নের বীজ বুনলেন তারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh