সময়ের সঙ্গে পেশার ধরন বদলেছে। এখনকার তরুণরা চাকরির আশায় না থেকে নানা সৃজনশীল পেশায় যুক্ত হচ্ছেন। মেধা ও পরিশ্রমের সমন্বয়ে ভালো করছেন, এমন একটি পেশা গ্রাফিক্স ডিজাইন ।
নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ক্যারিয়ারকে সাজিয়ে তোলার সম্ভাবনাময় পেশা গ্রাফিক্স ডিজাইন। একটু আত্মবিশ্বাস আর নিজের মধ্যে থাকা শিল্পবোধ এই পেশার যে কাউকে নিয়ে যাবে সাফল্যের দোরগোড়ায়। বিশ্ব যত আধুনিক হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারদের কাজের ক্ষেত্রও তত বড় হচ্ছে।
কেমন পেশা
সময়ের সঙ্গে এই পেশার গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে। তাই বর্তমানে গ্রাফিক্স ডিজাইনার একটি সম্মানজনক পেশা। তবে এখান থেকে আয়ের বিষয়টি নির্ভর করে দক্ষতার ওপর। যে ডিজাইনে যত দক্ষ এবং যার ক্রিয়েটিভিটি বেশি, তার বেতন বা আয়ও তত বেশি। ফ্রিল্যান্সাররা শুরুর দিকে খুব সহজেই ১০ হাজার থেকে আরো বেশি আয় করতে পারেন। আর প্রথম সারির দৈনিক সংবাদপত্র, টিভি চ্যানেল, অ্যাড ফার্ম বা প্রকাশনা হাউসে চাকরি হলে বেতন অনেক বেশি। এ ধরনের প্রতিষ্ঠানে ডিজাইনারদের বেতন ২০ থেকে ৩০ হাজার টাকা। এমনকি ক্ষেত্রবিশেষে এক লাখ টাকা। এই পেশার সুবিধা হলো অন্যদের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসে বসে থাকতে হয় না।
কীভাবে হবেন গ্রাফিক্স ডিজাইনার
স্বল্পমেয়াদি বিভিন্ন কোর্স করে যে কেউ গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন। অন্য বিষয়ে ডিগ্রি থাকলেও গ্রাফিক্স ডিজাইনার হওয়া যায়, বরং অন্য কোনো ডিগ্রি থাকলে কর্মক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন। গ্রাফিক্স ডিজাইনারদের সবচেয়ে বড় সুবিধা হলো অন্যের অধীনে চাকরি না করেও নিজের স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ে তোলা যায়। তবে বর্তমানে এই সেক্টর আগের চেয়ে অনেক প্রতিযোগিতামূলক। তাই এখানে টিকে থাকতে হলে কাজে স্বকীয়তা থাকতে হবে। না হলে টিকে থাকাটা কষ্টকর। তাই একজন গ্রাফিক্স ডিজাইনার হতে হলে দক্ষতা, অভিজ্ঞতা ও আইডিয়া লেভেল ভালো হওয়ার পাশাপাশি কাজের স্বকীয়তা থাকতে হবে। কারণ এখনকার পত্র-পত্রিকা, বিজ্ঞাপনী সংস্থা, প্রকাশনা প্রতিষ্ঠান ছাড়াও বড় বড় কোম্পানিগুলোর প্রথম চাহিদা থাকে আকর্ষণীয় ও ভিন্ন ডিজাইন।
যা জানা জরুরি
গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ শুরু করতে হলে বিভিন্ন গ্রাফিক্স সফটওয়্যারে দক্ষতা অর্জন করতে হবে। কম্পিউটারের মাধ্যমে যেসব সফটওয়্যার ব্যবহার করে ডিজাইনের কাজ করা হয়, সেগুলোই হলো গ্রাফিক্স সফটওয়্যার। আমাদের দেশে বেশি ব্যবহৃত হয় এমন কয়েকটি সফটওয়্যার হলো এডোবি ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটর, ইনডিজাইন, ক্যানভা, এডোবি ইমেজ রেডি, কোয়ার্ক এক্সপ্রেস, পেজমেকার ইত্যাদি। কাজের ধরন অনুযায়ী এসব সফটওয়্যার প্রয়োজন হয়। তবে দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হতে হলে মোটামুটি সব সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকাটাই ভালো। নির্দিষ্ট কোনো সফটওয়্যারে আটকে থাকলে প্রতিযোগিতায় পিছিয়ে যেতে হবে। আর যত বেশি সফটওয়্যার জানা থাকবে কাজের পরিধিও তত বাড়বে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে ভালো প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ শুরু করা সম্ভব। তবে স্নাতক যে বিষয়ে থাকুক না কেন গ্রাফিক্স ডিজাইনের ওপর জ্ঞান থাকা বাধ্যতামূলক। এ পেশায় শিক্ষাগত যোগ্যতার চেয়ে গ্রাফিক্স সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা বেশি প্রয়োজন।
কোথায় শিখবেন
বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক্স ডিজাইনের ওপর একাডেমিক কোর্স করা যায়। যারা উচ্চ পর্যায়ের গ্রাফিক্স ডিজাইনার হতে চান তারা এসব প্রতিষ্ঠানে কোর্স করতে পারেন। কারণ এগুলো ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদি। তবে যারা স্বল্পমেয়াদি কোর্স করতে চান তারা বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং সেন্টার থেকে তিন বা ছয় মাসের কোর্স করতে পারেন। এ ছাড়া বিভিন্ন জেলা ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে এ ধরনের কোর্স করা যায়। সেখান থেকেও প্রশিক্ষণ নিতে পারবেন।
ঢাবিসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস, গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট, শান্ত মারিয়াম, ইউডাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে স্নাতক করার সুযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউ অ্যান্ড আই অ্যালায়েন্সের অধীনে আছে এক বছর ও চার মাস মেয়াদি গ্রাফিক্স ডিজাইন কোর্স। এই কোর্সে শেখানো হয় বেসিক অ্যাপ্লিকেশন কোর্স, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, ফান্ডামেন্টাল অব গ্রাফিক্স ডিজাইন। ইলাস্ট্রেশন, এডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, কোরেল ড্রো, অটো ক্যাড ও থ্রিডি অ্যানিমেশন। ধানমন্ডির ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে (এনআইডি) আছে এক বছর ও ছয় মাস মেয়াদি ডিপ্লোমা কোর্স করার সুযোগ। এ ছাড়া এখানে চালু আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন বিষয়ে চার বছর মেয়াদি অনার্স কোর্স।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh