উইন্ডোজে যোগ হচ্ছে নতুন ফিচার

মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১-এ নতুন সাতটি ফিচার যোগ হচ্ছে। এই ফিচারগুলো ব্যবহারকারীদের জন্য উইন্ডোজ ব্যবহারের অভিজ্ঞতা আরো সহজ এবং স্মার্ট করবে বলে মনে করছে মাইক্রোসফট। এ বছরের এপ্রিলের মধ্যে এগুলো নতুন করে চালু করবে প্রতিষ্ঠানটি। নতুন আপডেটে এআইচালিত উন্নত প্রযুক্তি ও নতুন ইন্টারফেস থাকবে বলে জানা গেছে।

গতি বাড়াবে এআই প্রযুক্তি

উইন্ডোজ ১১-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক তিনটি নতুন ফিচার যুক্ত হচ্ছে- রিকল ফিচার : পুরোনো ফাইল বা তথ্য সহজে খুঁজে পাওয়া যাবে। ক্লিক টু ডু : স্ক্রিনের কন্টেন্ট অনুযায়ী পরবর্তী করণীয় সম্পর্কে এআই পরামর্শ দেবে। সার্চ এআই : ব্যবহারকারীরা যা খুঁজছেন, সেটি লেখার সঙ্গে সঙ্গেই রেজাল্ট পাবেন।

ভয়েস টাইপিং

কি-বোর্ড ছাড়াই কথা বলে টাইপ করার সুযোগ থাকছে নতুন ফিচারে। উইন্ডোজের নতুন আপডেটে Win+H চাপলে ভয়েস ইনপুট চালু হবে। পরে ব্যবহারকারীর বলা শব্দগুলো স্বয়ংক্রিয়ভাবে টাইপ হয়ে যাবে।

স্টার্ট মেন্যুতে নতুন লে-আউট

নতুন আপডেটে স্টার্ট মেন্যুর দুটি ভিন্ন লে-আউট থাকবে। প্রথমটিতে অ্যাপগুলো স্বয়ংক্রিয়ভাবে ক্যাটাগরি অনুযায়ী সাজানো থাকবে। দ্বিতীয়টিতে আগের মতোই তালিকা থাকবে। ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী লে-আউট পরিবর্তন করতে পারবে।

সহজে ফাইল শেয়ারিং

নতুন আপডেটে ফাইল শেয়ারিং পদ্ধতি আরো দ্রুত ও সহজ হবে। কোনো ফাইল নির্বাচন করা হলে পর্দার ওপর একটি নির্দেশনা দেখা যাবে, যা দিয়ে সরাসরি বিভিন্ন অ্যাপ বা প্রোগ্রামে ফাইল পাঠানো যাবে।

টাস্কবারে ছোট আইকন

টাস্কবারের আইকন সাইজ ছোট করার অপশন থাকছে। বিশেষ করে ছোট স্ক্রিনের ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য এটি একটি ভালো সুবিধা হবে। এতে একসঙ্গে বেশি অ্যাপ ব্যবহার করা সম্ভব হবে।

ব্যাটারি স্ট্যাটাস জানাবে রং

ব্যাটারি আইকনে নতুন রঙের ইন্ডিকেটর যোগ হচ্ছে। লাল রং বোঝাবে পাওয়ার সেভিং মোড চালু আছে। ব্যাটারির চার্জ শতাংশও সরাসরি টাস্কবারে দেখা যাবে।

সহজলভ্য ইমোজি প্যানেল

ইমোজি ব্যবহারের জন্য আর কি-বোর্ড শর্টকাট প্রয়োজন হবে না। এখন থেকে টাস্কবারেই ইমোজি প্যানেলের আলাদা বাটন থাকবে। টাইপ করার সময় এটি স্বয়ংক্রিয়ভাবে দেখানো হবে, তবে ব্যবহারকারীরা চাইলে এটি স্থায়ীভাবে দেখাতে বা লুকিয়ে রাখতে পারবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh