রাদুকানুকে তিন বছর আগের দুঃস্মৃতি ফিরিয়ে দিলেন শিয়াতেক

তিন বছর আগে সিডনিতে কাজাখস্তানের এলেনা রিবাকিনার বিপক্ষে বিধ্বস্ত হয়েছিলেন এমা রাদুকানু। সেই ম্যাচে ব্রিটিশ তারকা হেরেছিলেন ৬-০, ৬-১ গেমে। জিতেছিল মাত্র এক গেম। 

এবার একইভাবে রাদুকানু হারলেন ইগা শিয়াতেকের কাছে। একপাক্ষিক লড়াইয়ে ৬-১, ৬-০ গেমে হেরে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ২২ বছর বয়সী তারকা। ক্যারিয়ারে দ্বিতীয়বার এমন বাজেভাবে হারলেন তিনি। 

আজ রড লেভার অ্যারেনায় দ্বিতীয় বাছাই শিয়াতেকের চতুর্থ রাউন্ড নিশ্চিত করতে লেগেছে ৭০ মিনিট। হারলেও শিয়াতেককে প্রশংসায় ভাসিয়েছেন রাদুকানু। ম্যাচ শেষে ৬১তম বাছাই বলেছেন, ‘সে খুবই ভালো খেলেছে। তবে আমার মনে হয়, আমি ভালো খেলিনি। যদি শীর্ষ খেলোয়াড় নিখুঁতভাবে খেলে তাহলে কঠিন ম্যাচ হয়ে যায়।’ 

পাঁচবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন শিয়াতেক এর আগে কখনো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলতে পারেননি। মেলবোর্নে তাঁর সর্বোচ্চ দৌড় বলতে ২০২২ সালের সেমিফাইনাল। এবার কী বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন ঘুচবে ২৩ বছর বয়সী তারকার?

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh