অস্ট্রেলিয়ান ওপেন

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী কিস, হিঙ্গিস হতে পারলেন না সাবালেঙ্কা

প্রথম দুই সেটে লড়াই হলো সমানে সমান। তবে তৃতীয় সেটে সে কী লড়াই! যেন ‘বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী’। ছাড় দিলেই যে শিরোপা হাতছাড়া! আরিনা সাবালেঙ্কার সামনে ছিল ইতিহাস গড়ার হাতছানি আর ম্যাডিসন কিসের সামনে প্রথম গ্র্যান্ড স্লাম জয়। 

সেই যুদ্ধ শেষে যে দৃশ্য দেখা গেল সেটি এমন—কিস দুই হাত উঁচিয়ে ধরলেন। চেয়ারে বসে আনন্দে হাসলেন, কাঁদলেনও। একেই বলে আনন্দাশ্রু। আর সাবালেঙ্কা বসে পড়ে মুখ ঢাকলেন সাদা তোয়ালেতে। তার আগে রাগে ভাঙলেন র‌্যাকেট। 

এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন কী হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের মেয়েদের ফাইনালে? আজ রড লেভার অ্যারেনায় ৩-৬, ৬-২, ৫-৭ গেমে সাবালেঙ্কাকে হারিয়ে মেলবোর্ন জয় করেছেন কিস। তাতেই ২৯ বছর বয়সে এসে প্রথমবার গ্র্যান্ড স্ল্যামে চুমু খেলেন যুক্তরাষ্ট্রের মেয়ে। 

এর আগে কিসের একমাত্র ফাইনালটি ছিল ২০১৭ সালে। ইউএস ওপেনের সেই ফাইনালে হেরেছিলেন তিনি। আর এবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সেমিফাইনাল ও ফাইনালে মেয়েদের দুই শীর্ষ বাছাইকে হারিয়ে। ১৪তম বাছাই কিস সেমিতে হারান ইগা শিয়াতেককে। আর ফাইনালে কাকে হারিয়েছেন, সেটি তো জানলেনই। 

সাবালেঙ্কা প্রথম সেটে হারলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান। শেষ সেটটিতেও দুর্দান্ত লড়াই করেছেন। সেই সেটে ব্যবধানটা যখন ৫-৫, তখন শেষ দুই গেম জিতে নেন কিস। এই হারে ইতিহাসও গড়া হলো না সাবালেঙ্কার। দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এসেছিলেন তিনি। তবে টানা তৃতীয় ফাইনালটিকে তৃতীয় শিরোপায় রূপ দিতে পারেননি। সেটি পারলে মার্টিনা হিঙ্গিসের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা তিনটি অস্ট্রেলিয়ান ওপেন জেতা হতো বেলারুশের মেয়ের। সুইস কিংবদন্তি হিঙ্গিস এই কীর্তি গড়েছিলেন ১৯৯৭, ৯৮ ও ৯৯ সালে। ২৬ বছর পর সেটির খুব কাছে গিয়েও পারলেন না ২৬ বছর বয়সী সাবালেঙ্কা। আর অস্ট্রেলিয়ান ওপেন পেল নতুন রানী কিসকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh