অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। এখন একটু বিশ্রাম নিতেই পারেন ইয়ানিক সিনার। সে জন্যই রটারডাম ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ২৩ বছর বয়সী ইতালিয়ান। তবে তাঁর এই সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ রটারডাম কর্তৃপক্ষ।
গতকাল দ্বিতীয় বাছাই জার্মানির আলেক্সান্দর জভরেভকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন সিনার। মেলবোর্নের ফাইনালের পর তাঁর অংশগ্রহণের কথা ১ ফেব্রুয়ারি থেকে শুরু রটারডাম ওপেনে। গত বছর এই ওপেন জিতেছেন তিনি। এবারও শীর্ষ বাছাইকে পাওয়ার আশা করেছিল এই ইভেন্ট কর্তৃপক্ষ।
কিন্তু
টানা দুই অস্ট্রেলিয়ান ওপেন জয়ী জানিয়েছেন, মেলবোর্নে লম্বা অভিযানের পর তাঁর এখন
বিশ্রাম দরকার। এ নিয়ে সিনার বলেছেন, ‘আমার দলের সঙ্গে আলোচনার পর এবিএন আমরো
(রটারডাম) ওপেন থেকে নাম প্রত্যাহারের কঠিন সিদ্ধান্ত নিতে হলো। অস্ট্রেলিয়ায়
লম্বা দৌড়ের পর আমার শরীরের এখন বিশ্রাম প্রয়োজন।’
তিনি আরও
বলেছেন, ‘গত বছর অসাধারণ দর্শকদের সামনে রটারডামে শিরোপা জয় আমার কাছে খুব আনন্দের
স্মৃতি এবং এ বছরও সেখানে যাওয়ার আশা ছিল।’
তিনটি
গ্র্যান্ড স্ল্যামের মালিক সিনারের এসব কথাতেও মন গলছে না রিচার্ড ক্রাইচেকের।
রটারডাম ওপেনের পরিচালক সমালোচনা করে জানিয়েছেন, ইতালিয়ান তারকার অংশ না নেওয়া ‘অত্যন্ত
লজ্জার’। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ান ওপেন অত্যন্ত কঠিন ছিল ইয়ানিকের জন্য। তবে
এটা তাঁর ও আমাদের উভয়ের জন্য অত্যন্ত লজ্জার যে, তাঁর প্রচেষ্টা তাঁকে রটারডামে
অংশগ্রহণ বাধা দিচ্ছে।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : খেলা ইয়ানিক সিনার রটারডাম ওপেন টেনিস
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh