Logo
×

Follow Us

বাণিজ্য

২০২২-২৩ অর্থবছর

রপ্তানি আয় বাড়লেও পূরণ হয়নি লক্ষ্যমাত্রা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ১৮:২৬

রপ্তানি আয় বাড়লেও পূরণ হয়নি লক্ষ্যমাত্রা

বন্দরে পণ্যবোঝাই জাহাজ। ছবি: সংগৃহীত

২০২১-২২ অর্থবছরের রপ্তানি আয় ছিল ৫২.০৮ বিলিয়ন ডলার। সদ্য বিদায়ী ২০২২–২৩ অর্থবছরে দেশের রপ্তানি আয় হয়েছে ৫৫.৫৫ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের চেয়ে ৬.৬৭ শতাংশ বেশি।

যদিও বিদায়ী অর্থবছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫৮ বিলিয়ন ডলার। সেই লক্ষ্যের চেয়ে রপ্তানি কম হয়েছে ৪ দশমিক ২১ শতাংশ। মূলত চাহিদার ঘাটতি, অর্থনৈতিক অস্থিরতা, ভূ-রাজনৈতিক সংকট ও মূল্যস্ফীতির চাপের কারণে তা অর্জন হয়নি।

আজ সোমবার (৩ জুলাই) রপ্তানি আয়ের এসব পরিসংখ্যান প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। 

এতে দেখা যায়, ২০২২–২৩ অর্থবছরে তৈরি পোশাক (আরএমজি) খাত ছাড়াও, উদ্বেগজনকভাবে বেশিরভাগ উল্লেখযোগ্য রপ্তানি খাত যেমন- চামড়া, পাট, হোম টেক্সটাইল, কৃষি পণ্য ও প্রকৌশল পণ্যে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

২০২৩ অর্থবছরের জুনের এক মাসে বাংলাদেশ ৫.০৩ বিলিয়ন ডলার আয় করেছে, যা গত অর্থবছরের জুনের ৪.৯ বিলিয়ন ডলার থেকে ২.৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ অর্থবছরে তৈরি পোশাক (আরএমজি) খাতে সর্বোচ্চ ৪৬.৯৯ বিলিয়ন ডলার আয় হয়েছে। আগের অর্থবছরে এই আয়ের পরিমাণ ছিল ৪২.৬১ বিলিয়ন ডলার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫