Logo
×

Follow Us

অর্থনীতি

দেশে আনা যাবে বিদেশে পাচার হওয়া টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২, ১৭:৫৮

দেশে আনা যাবে বিদেশে পাচার হওয়া টাকা

প্রতীকী ছবি

বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে সরকারের পক্ষ থেকে সুযোগ করে দেওয়া হয়েছে।

আজ সোমবার (৮ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ ।

এতে বলা হয়ে, বিদেশে গচ্ছিত অপ্রদর্শিত অর্থ চলতি বছরের ১ জুলাই থেকে ব্যাংকিং চ্যানেলে দেশে এনে আয়কর রিটার্নে প্রদর্শন করা যাবে। আগামী বছরের  ৩০ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

চলতি ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে প্রথমবার দেশ থেকে পাচার করা অর্থ বৈধ করার সুযোগ দেয়া হয়।কিন্তু কীভাবে ফেরত আনা যাবে এত দিন তা অস্পষ্ট ছিল। অবশেষে বিষয়টি পরিষ্কার করে প্রজ্ঞাপন জারি করল কেন্দ্রীয় ব্যাংক।

তবে বাজেটের পর পরই এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা বলছেন, এ উদ্যোগে অন্তত ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার দেশে আসবে। এতে অভ্যন্তরীণ অর্থনীতি চাঙা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫