দেশে এসে পৌঁছেছে ইউক্রেন থেকে আমদানি করা গম। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে এমভি এনজয় প্রসপারিটি নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গর কুতুবদিয়ায় পৌঁছেছে। অন্তর্বর্তী সরকারের আমলে বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্যের প্রথম চালান এটিই।
খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ইউক্রেন থেকে গম আমদানি করা হয়েছে। গমের নমুনা সংগ্রহ করে পরীক্ষা শেষে দ্রুত তা খালাসের কাজ শুরু হবে।
৩১ হাজার ৫০০ টন চট্টগ্রামে বন্দরে খালাস করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বাকি ২১ হাজার টন গম খালাস করা হবে মোংলা বন্দরে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম বন্দরে গম খালাসের জন্য সময় লাগতে পারে ১০ দিন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh