বাংলার একটি প্রাচীন পেশা কামার (সংস্কৃত কর্মকার)। যাদের কারবার লোহা নিয়ে। কামারদের কারখানা ক্ষুদ্রশিল্পের আওতায়। তাদের কর্মস্থলকে বলা হয় কামারশালা। এখানে হাপর দিয়ে কয়লার আগুনকে উস্কে তাতে লোহা গরম করে পিটিয়ে-পিটিয়ে বিভিন্ন আকারের পাত্র, লোহার জিনিসপত্র বানানো হয়।