চা পাতা পানিতে ফুটিয়ে বা গরম পানিতে ভিজিয়ে চা তৈরি করা হয়। চা গাছ থেকে চা পাতা পাওয়া যায়। চা গাছের বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া সিনেনসিস। ‘চা পাতা’ কার্যত চা গাছের পাতা, পর্ব ও মুকুলের একটি কৃষিজাত পণ্য যা বিভিন্ন উপায়ে প্রস্তুত করা হয়। ক্লান্তি দূর করা ছাড়াও চা পাতা ব্যবহারের আরও রয়েছে নানা দিক।