বেড়েই চলেছে শিশুদের ওপর যৌন নির্যাতনের সংখ্যা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ১৮:০০
কোমলমতি শিশুদের ওপর যৌন নির্যাতনের সংখ্যা উদ্বেগজনকহারে বেড়ে চলেছে। বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের নির্যাতনের শিকার হচ্ছে দশ বছরের কম বয়সী শিশুরা। যাদের ভালো-মন্দ বোঝার ক্ষমতাই তৈরি হয়নি, তারাই এ ধরনের ঘটনার শিকার হচ্ছে। বেশিরভাগ সময় নিজের পরিচিত বা কাছের মানুষের দ্বারাই এ ধরনের নির্যাতনের শিকার হচ্ছে শিশুরা। সতর্ক না হলে এ ধরনের ঘটনায় শিশুর শৈশব বিভীষিকাময় হয়ে উঠতে পারে; যা দীর্ঘস্থায়ী মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই ছোট বয়স থেকে শিশুকে গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে ধারণা দিতে হবে।