আবার জামায়াতের নিয়ন্ত্রণে যাচ্ছে ইসলামী ব্যাংক

ডেক্স রিপোর্ট
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১১:৫৮
ইসলামী ব্যাংক বাংলাদেশ আবারও জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সম্মতিতেই এরইমধ্যে আলোচনা করেছেন জামায়াত ও ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক ডেপুটি গভর্নর জানান, সরকার পরিবর্তনের ফলে এস আলম গ্রুপের ব্যাপারেও কেন্দ্রীয় ব্যাংকের মনোভাব বদলেছে। বাংলাদেশ ব্যাংক এখন থেকে এস আলম গ্রুপকে আগের মতো সাপোর্ট দেবে না। বরং এস আলমের মাধ্যমে পাচার করা অর্থ ফেরত আনার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সোচ্চার হবে।