ছাত্র-জনতার গণআন্দোলনে তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেও মিলেনি ঠাই। ভারতীয় গণমাধ্যমের সূত্রমতে, দিল্লির উপকণ্ঠে একটি আধাসামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউসেই দুই বোনকে একসঙ্গে রাখা হয়েছে।