বর্ষায় পাহাড় যেন নতুন যৌবন পায়। পানিতে টুইটুম্বুর থাকে কাপ্তাই হ্রদ, ঝিরি-ঝরনার স্বচ্ছ পানিতে গা ভিজিয়ে জীবনের আনন্দে ভরে ওঠে মন। এ সময়টাতে সাজেকের মেঘ ছুঁয়ে দেখার চেষ্টা করেন পর্যটকরা। তাদের কাছে এ যেন ভিন্ন এক জগৎ। বারবার পর্যটকদের আসতে বাধ্য করে রূপের রাণী রাঙ্গামাটি।