প্রযুক্তির দুনিয়ার ইলন মাস্ক যেন এক রুপকথাকার। সবাইকে তাক লাগিয়ে একের পর এক তৈরি করে চলেছেন মানুষের স্বপ্নের প্রযুক্তিপণ্য। মহাকাশযান উড্ডয়নে সাফল্যের পর রকেট ক্যাচার। টেসলা গাড়ির পর স্টিয়ারিংবিহীন গাড়ী সে কথাই মনে করিয়ে দিচ্ছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বুরবাকে আয়োজিত এক এআই ইভেন্টে সাইবার ক্যাবের নতুন ভার্সন সামনে আনলো টেসলা।