Logo
×

Follow Us

জেলার খবর

রাজবাড়ীতে ২ কেজি গাঁজাসহ একজন আটক

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২২, ২০:১৮

রাজবাড়ীতে ২ কেজি গাঁজাসহ একজন আটক

গাঁজাসহ আটককৃত ব্যক্তি। ছবি: রাজবাড়ী প্রতি‌নি‌ধি

রাজবাড়ী‌র গোয়ালন্দ উপজেলার সামছু মাস্টার পাড়ায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শ‌হিদুল ইসলামকে (৪৩) আটক করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৩০‌ জুন) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ আটক করে। 

মাদকসহ আটক শ‌হিদুল গোয়ালন্দ উপজেলার দৌলত‌দিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সামছু মাস্টার পাড়ার মৃত ইনায়েত মল্লিকের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তানভীর হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামির বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বসত ঘরের ভেতরে  স্টিলের আলমারিতে লুকানো অবস্থায় ২ কেজি গাঁজা পাওয়া যায়। পরে আসামিকে আটক ক‌রা হয়। 

আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫