ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে দুই রাউন্ড ও রিভলবারসহ মো. ইউসুফ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭মে) রাতে জেলা শহরের কালাইশ্রীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার ইউসুফ ওই এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালাইশ্রীপাড়ায় ইউসুফদের বহুতল ভবনের ৪র্থ তলায় অভিযান চালানো হয়। এ সময় ফ্ল্যাটের সিলিং থেকে কৌশলে লুকিয়ে রাখা ২ রাউন্ড গুলি ও একটি রিভলবার জব্দসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : অভিযান ব্রাহ্মণবাড়িয়া পুলিশ রিভলবার গ্রেপ্তার
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh