বিশ্বকাপ খেলতে ৭ বছর পর ভারতে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। ভারত-পাকিস্তানের প্রতিটি ম্যাচই রোমাঞ্চে ভরপুর। ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম ম্যাচ আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। যার জন্য দুই দেশের দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ভারত-পাকিস্তানের ম্যাচে দুই দেশের তারকারদের নিয়ে অনেক আলোচনা হয়। দুই দেশের খেলোয়াড়দের আয় নিয়েও তুলনা করা হয়।উভয় দেশের অধিনায়কদের নেট সম্পদের দিকে তাকালে দেখা যাবে বিশাল পার্থক্য ।