অলিম্পিকে অংশগ্রহণকারী দেশগুলোর মার্চপাস্ট শেষে সিন নদীর বুকে ছুটল ধাতব ঘোড়া! তাতে নাইটদের মতো রুপালি পোশাকের ফ্রান্সের মুক্তিকামী বীরকন্যা জোয়ান অব আর্ক। রুপালি হুডিতে মুখটা ঢাকা। পিঠে তার অলিম্পিকের পতাকা। প্রযুক্তির সাহায্যে ধাতব ঘোড়া সিনের বুক পাড়ি দিয়েছে। নদী পাড়ি দিয়ে সাদা ঘোড়ায় চড়ে সরাসরি মঞ্চে গিয়ে পতাকা অর্পণ করেছে জোয়ান অব আর্ক। এভাবেই প্যারিসে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠলো ৩৩তম অলিম্পিকের।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : প্যারিসঅলিম্পিক২০২৪ ৩৩তমঅলিম্পিকেরআসর আউফেলটাওয়ার প্যারিস ফ্যান্স বাংলাদেশঅলিম্পিকটিমমেম্বার
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh