মহামারী করোনার পর থেকে দেশের আর্থিক পরিস্থিতির অবনতি দৃশ্যমান হতে শুরু করে। এছাড়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিদেশি মুদ্রার সংকট ও মূল্যস্ফীতি ব্যাপক হারে বেড়ে যাওয়ায় দেশের সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে পড়েন। যে সময়ে দেশের অধিকাংশ মানুষের জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম অবস্থা তখনো ধনীর সংখ্যা বেড়েই চলেছে।