Logo
×

Follow Us

দেশরঙ্গ

ঠিক আমার বলদের মতোই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ১৩:১৯

ঠিক আমার বলদের মতোই

গোপাল ভাঁড়। ছবি: সংগৃহীত

গোপালের তখন বয়স হয়েছে। চোখে ভালো দেখতে পারে না। 

রাজা কৃষ্ণচন্দ্র বললেন, কী গোপাল, গতকাল আসনি কেন?

গোপাল- আজ্ঞে চোখে সমস্যা হয়েছে। সবকিছু দুটো দেখি। কাল এসেছিলাম। এসে দেখি দুটো দরবার। কোনটায় ঢুকব, ভাবতে ভাবতেই…।

রাজা- এ তো তোমার জন্য ভালোই হলো। তুমি বড়লোক হয়ে গেলে। আগে দেখতে তোমার একটা বলদ, এখন দেখবে দুটো বলদ।

গোপাল- ঠিকই বলেছেন মহারাজ। আগে দেখতাম আপনার দুটো পা, এখন দেখছি চারটা পা…ঠিক আমার বলদের মতোই।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫