
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে। প্রতীকী ছবি
মাইকেল কথায় কথায় রেগে যায়। হাসপাতালে তার রাগের চিকিৎসা চলছে। একদিন মাইকেলের সঙ্গে দেখা করতে গেল তার বন্ধু জনি।
জনি: কেমন আছো, মাইকেল?
মাইকেল: ভালো। এখন এখান থেকে দূর হ হতভাগা!
নাহ, মাইকেলের অবস্থার কোনো উন্নতি হয়নি। ভেবে মন খারাপ করে বাড়ি ফিরল জনি। এক মাস পর আবার গেল তাকে দেখতে।
জনি: এখন তোমার শরীরটা কেমন মাইকেল?
মাইকেল: ভালো। এখন এখান থেকে দূর হ হতভাগা।
আবার মন খারাপ করে ফিরল জনি। এক মাস পর আবার গেল মাইকেলকে দেখতে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, এখন কেমন বোধ করছ মাইকেল?
মাইকেল জবাব দিল, ভালো। উচ্ছ্বসিত হয়ে জনি গেল ডাক্তারের কাছে। বললো, বাহ, আপনারা তো ওকে সুস্থ করে ফেলেছেন! কীভাবে করলেন?
ডাক্তার: এখন এখান থেকে দূর হ হতভাগা!