
বস ও স্টাফের মধ্যে কথা হচ্ছে। প্রতীকী ছবি
নতুন বছরের প্রথম দিন অফিসের বস অমিতকে বললেন—
অমিত: ধন্যবাদ স্যার।
বস: শুধু ধন্যবাদ দিলেই হবে না। আরও ভালো কাজ করতে হবে।
অমিত: জ্বি স্যার, চেষ্টা করব।
বস: এ বছরও এমন ভালো কাজ করতে পারলে পুরস্কার আছে।
অমিত: কী পুরস্কার স্যার?
বস: আগামী বছর এই চেকে সই করে দেব!