Logo
×

Follow Us

দেশরঙ্গ

শচীন্দ্র নাথ গাইন

Icon

দন্তের মহিমা

প্রকাশ: ০৩ জুলাই ২০২২, ১৫:৩৬

শচীন্দ্র নাথ গাইন

প্রতীকী ছবি

দাঁত হলো সকলেরই দরকারি অঙ্গ
তাকে নিয়ে বৃথা করে অনেকেই রঙ্গ।
ঠোঁট দিয়ে ঢাকা দাঁত আহা দামি রত্ন
তাই তাকে মেজেঘষে খুব করে যত্ন।

খাওয়া দেখে বোঝা যায় দাঁত কার শক্ত
কাঁচা-পাকা সবটারই তারা হয় ভক্ত। 
মুখ যার ফাঁকা গালে নেই কোনো দন্ত
খেতে গিয়ে তারা ভারি নাজেহাল হন তো।
দাঁতহীন মানুষের কথা নয় পষ্ট 
যন্ত্রণা দাঁতে হলে সীমাহীন কষ্ট। 
দুর্বল লোক যদি হয়ে যায় ক্রুদ্ধ 
দাঁত দিয়ে কামড়িয়ে শুরু করে যুদ্ধ। 
খিটিমিটি দাঁতে করে কটু যার ভাষ্য
ভালোবাসে সকলেই মুখখোলা হাস্য।
দাঁতে করে কেউ কেউ কাটাকুটি কর্ম
দেঁতো লোকে কমই বোঝে দাঁতের কী মর্ম। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫