Logo
×

Follow Us

সালতামামি

ইতিহাসে ১৯ সেপ্টেম্বর: জানুন কোথায় কী ঘটেছিল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৮

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ১৯ সেপ্টেম্বরে কোথায় কী ঘটেছিল। 

ঘটনা

১৭৯৬ সালের এই দিনে জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণ দেন।  

১৯৬২ সালের এই দিনে ভারত-চীন সীমান্ত সংঘর্ষ শুরু হয়। 

জন্ম

১৯০৩ সালের এই দিনে কথাসাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত জন্মগ্রহণ করেন।

১৯৪৫ সালের এই দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। 

১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ'র জন্ম হয়।

মৃত্যু

১৯৮৭ সালের এই দিনে লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক মুহম্মদ মনসুরউদ্দীন মৃত্যুবরণ করেন। 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫