Logo
×

Follow Us

সালতামামি

ইতিহাসে ১৬ মে: কোথায় কী ঘটেছিলো

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ মে ২০২০, ০৮:৩৫

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৯২৯ - হলিউডে প্রথম চলচ্চিত্রে একাডেমি পুরস্কার চালু হয়।

১৯৭৬ - মাওলানা হামিদ খান ভাসানী ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন।

জন্ম

১৮২৩ - জার্মান ভাষাতাত্ত্বিক ও দার্শনিক হের্মান স্টাইন্‌টল জন্মগ্রহণ করেন।

১৮৩১ - বঙ্গ নাট্যালয়ের প্রতিষ্ঠাতা যতীন্দ্রমোহন ঠাকুর জন্মগ্রহণ করেন।

১৯২৩ - আমেরিকান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মার্টন মিলার জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৮৩০ - প্রখ্যাত ফরাসি গণিতবিদ জোসেফ ফুরিয়ে মৃত্যুবরণ করেন।

১৯৪৭ - নোবেলজয়ী (১৯২৯) ব্রিটিশ জীব রসায়নবিদ গাউল্যান্ড হপকিনস মৃত্যুবরণ করেন। 

দিবস

ফারাক্কা লং মার্চ দিবস ৷

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫