Logo
×

Follow Us

সালতামামি

ইতিহাসে ২২ মে: কোথায় কী ঘটেছিলো

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ মে ২০২০, ০৮:১৩

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

জন্ম

১৭৭২ - প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন। 

১৮৫৯ - স্কটিশ সাহিত্যিক আর্থার কোনান ডয়েল জন্মগ্রহণ করেন। তিনি শার্লক হোমসের গল্পসমূহের জন্য বিখ্যাত।

১৯০৭ - ইংরেজ অভিনেতা ও পরিচালক লরন্স অলিভিয়ে জন্মগ্রহণ করেন। 

মৃত্যু

১৮৮৫ - ফরাসি সাহিত্যক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী  ভিক্টর হুগো মৃত্যুবরণ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫