প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।
ঘটনা
১৭৯০ - মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়।
১৮৮৯ - প্যারিসের আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়।
জন্ম
১৮১৯ - মার্কিন কবি ওয়াল্ট হুইটম্যান জন্মগ্রহণ করেন।
১৮৬০ - চিত্রশিল্পী ওয়াল্টার সিকার্ট জন্মগ্রহণ করেন।
১৯১৫ - অস্ট্রেলিয়ান কবি ও পরিবেশবিদ জুডিথ রাইট জন্মগ্রহণ করেন।
১৯৬৫ - আমেরিকান অভিনেত্রী ও মডেল ব্রোক শিল্ড জন্মগ্রহণ করেন।
মৃত্যু
১৮৩২ - ফরাসি গণিতবিদ এভারিস্ত গালোয়া মৃত্যুবরণ করেন।
দিবস
আজ বিশ্ব তামাক মুক্ত দিবস।