প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ২৯ নভেম্বর কোথায় কী ঘটেছিল।
ঘটনা
১৯১৮ সালের এই দিনে লিথুয়ানিয়া প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত হয়।
১৯৩২ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ফ্রান্সের চুক্তি হয়।
১৯৯৪সালের এই দিনে নেপালে কমিউনিস্ট পার্টির নেতা মহমোহন অধিকারী প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
২০০৪ সালের এই দিনে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিল-২০০৪ পাস হয়।
জন্ম
১৯০১ সালের এই দিনে মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী মিলড্রেড হ্যারিস জন্মগ্রহণ করেন।
১৯৩২ সালের এই দিনে ফ্রান্সের রাষ্ট্রপতি জ্যাক শিরাক জন্মগ্রহণ করেন।
১৯৭৩ সালের এই দিনে ওয়েলশ ফুটবলার রায়ান গিগস জন্মগ্রহণ করেন।
মৃত্যু
১৯৮৭ সালের এই দিনে বাংলা ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও রাজনীতিবিদ মোহাম্মদ তোয়াহা মৃত্যুবরণ করেন।
২০০১ সালের এই দিনে বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান গায়ক ও গিটারিস্ট জর্জ হ্যারিসন মৃত্যুবরণ করেন।
দিবস
প্যালেস্টিনিয়ানদের সঙ্গে বিশ্ব সংহতি দিবস৷