Logo
×

Follow Us

সালতামামি

ইতিহাসে ৩০ নভেম্বর: কোথায় কী ঘটেছিল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯, ০৮:৫০

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ৩০ নভেম্বর কোথায় কী ঘটেছিল।

ঘটনা 

১৯৬২ সালের এই দিনে উথান্ট জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন।

১৯৬৬ সালের এই দিনে বারবাডোজ স্বাধীনতা লাভ করে।

জন্ম

১৮৩৫ সালের এই দিনে মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক স্যামুয়েল ল্যাঙ্গহোর্ণ ক্লিমেন্স জন্মগ্রহণ করেন। তিনি 'মার্ক টোয়েইন' নামে বেশি পরিচিত।

১৮৫৮ সালের এই দিনে বাংলাদেশের সফল বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু জন্মগ্রহণ করেন।

১৮৭৪ সালের এই দিনে ইংরেজ রাজনীতিবিদ ও লেখক উইন্‌স্টন চার্চিল জন্মগ্রহণ করেন।

১৯০৮ সালের এই দিনে বিশ শতকের বাঙালি কবি বুদ্ধদেব বসু জন্মগ্রহণ করেন। 

১৯৩৭ সালের এই দিনে ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রিডলি স্কট জন্মগ্রহণ করেন। 

১৯৮৮ সালের এই দিনে অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজ জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯৯৮ সালের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক ও বিজ্ঞান কর্মী আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন মৃত্যুবরণ করেন।

২০১৪ সালের এই দিনে বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী মৃত্যুবরণ করেন।

২০১৭ সালের এই দিনে বাংলাদেশের রাজনীতিবিদ ও মেয়র আনিসুল হক মৃত্যুবরণ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫