Logo
×

Follow Us

সালতামামি

ইতিহাসে ৯ ডিসেম্বর: কোথায় কী ঘটেছিল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৯:০১

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৯৩১ সালের এই দিনে দ্বিতীয় স্পেনীয় প্রজাতন্ত্র স্থাপিত হয়।

১৯৪০ সালের এই দিনে লিবিয়ার বেনগাজিতে ব্রিটিশরা আক্রমণ করে।

১৯৪১ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীন প্রজাতন্ত্র, ফিলিপাইন কমনওয়েলথ, কিউবা, গুয়াতেমালা ও কোরিয়া প্রজাতন্ত্র জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ষোষণা করে।

১৯৬১ সালের এই দিনে যুদ্ধাপরাধে মোসাদ কর্তৃক আর্জেন্টিনায় ধৃত কর্ণেল অ্যাডলফ আইখম্যানের বিচার সম্পন্ন হয়।

১৯৬৪ সালের এই দিনে ট্যাঙ্গানিকার সঙ্গে যোগ দেয় জাঞ্জিবার দ্বীপ। তখন এটির নাম দেয়া হয় ইউনাইটেড রিপাবলিক অব ট্যাঙ্গানিকা ও জাঞ্জিবার। একই বছর নাম পাল্টে রাখা হয় ইউনাইটেড রিপাবলিক অব তাঞ্জানিয়া।

জন্ম

১৬০৮ সালের এই দিনে ইংরেজ কবি জন মিলটন জন্মগ্রহণ করেন।

১৮৮০ সালের এই দিনে খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করেন।

১৯২০ সালের এই দিনে ইতালির রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী কার্লো আজেলিও চিয়াম্পি জন্মগ্রহণ করেন।

১৯৮১ সালের এই দিনে ভারতের মডেল ও অভিনেত্রী দিয়া মির্জা জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯৩২ সালের এই দিনে খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মৃত্যুবরণ করেন।

১৯৭০ সালের এই দিনে পাকিস্তানের রাজনীতিবিদ এবং পাকিস্তানের সপ্তম প্রধানমন্ত্রী ফিরোজ খান নুন মৃত্যুবরণ করেন।

দিবস

আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস,

আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস এবং

বাংলাদেশে রোকেয়া দিবস পালিত হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫