Logo
×

Follow Us

সালতামামি

ইতিহাসে ২৯ ডিসেম্বর: কোথায় কী ঘটেছিল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৫

ইতিহাসে ২৯ ডিসেম্বর: কোথায় কী ঘটেছিল

শিল্পাচার্য জয়নুল আবেদীন

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। 

কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৭৭৮ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে সাড়ে তিন হাজার ব্রিটিশ সৈন্যসহ লেফটেন্যান্ট কর্নেল আর্চবেল্ড ক্যামবেল জর্জিয়াতে বন্দি হন।

১৮৩৫ সালের এই দিনে দি ট্রেইটি অব নিউ একোটা চুক্তি স্বাক্ষর। এর ফলে চোরকিদের হাতে থাকা জমিসমূহ যুক্তরাষ্ট্র সরকারের হাতে চলে আসে।

১৮৯০ সালের এই দিনে এই দিনে যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার ওনডেড নী খাড়িতে আন্দোলনরত আদিবাসীদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায় মার্কিন সৈন্যরা। এতে ১৫৩ জন নিহত হয়, যার বেশিরভাগ ছিল নারী ও শিশু। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের আদিবাসীদের ভূমি রক্ষার আন্দোলনের চির সমাপ্তি ঘটে। ইতিহাসে এটি ‘ওনডেড নী হত্যাযজ্ঞ’ নামে কুখ্যাত হয়ে আছে।

১৯১১ সালের এই দিনে সান ইয়াৎ সেন চীনের অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ পান।

১৯১১ সালের এই দিনে খান সাম্রাজ্য থেকে মঙ্গোলিয়ার স্বাধীনতা লাভ হয়।

১৯৩০ সালের এই দিনে স্যার মোহাম্মদ ইকবাল দুই দেশ ভাগ করা ও পাকিস্তান নির্মাণের জন্য একটি রূপরেখা প্রকাশ করেন।

১৯৪০ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লন্ডনে বিমান হামলার ফলে সেকেন্ড গ্রেট ফায়ার লন্ডন সৃষ্টি হয়। এতে প্রায় ২০০ সাধারণ মানুষ নিহত হন।

১৯৯৬ সালের এই দিনে গুয়েতামালা সরকারের সঙ্গে গুয়েতামালার গেরিলা সংগঠন গুয়েতামালা ন্যাশনাল রেভুলেশন ইউনিয়নের নেতাদের শান্তি চুক্তি করা হয়। এর ফলে দীর্ঘ ৩৬ বছরের গৃহযুদ্ধ শেষ হয়।

২০০৪ সালের এই দিনে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক যাত্রা শুরু করে।

২০০৮ সালের এই দিনে বাংলাদেশে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিজয়ী হয়।

জন্ম

১৮০৮ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি অ্যান্ড্রু জন‌সন জন্মগ্রহণ করেন।

১৮৬৩ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা সৈয়দ নওয়াব আলী চৌধুরী জন্মগ্রহণ করেন।

১৯১৪ সালের এই দিনে বাংলাদেশি প্রখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদীন জন্মগ্রহণ করেন।

১৯৪৯ সালের এই দিনে ভারতীয় ক্রিকেট খেলোয়ার সৈয়দ কিরমানী জন্মগ্রহণ করেন।

১৯৬০ সালের এই দিনে অস্ট্রোলিয়ার ক্রিকেটার ডেভিড বুন জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯৭৯ সালের এই দিনে ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও বিপ্লবী ভূপেন্দ্র কুমার দত্ত মৃত্যুবরণ করেন।

১৯৯৫ সালের এই দিনে বাংলাদেশি সাংবাদিক মোনাজাতউদ্দিন মৃত্যুবরণ করেন।

২০১২ সালের এই দিনে ইংরেজ টেস্ট ক্রিকেটার এবং ক্রিকেট ধারাভাষ্যকার টনি গ্রেগ মৃত্যুবরণ করেন।

দিবস

আজ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস,

আয়ারল্যান্ডে সংবিধান দিবস ও 

মঙ্গোলিয়ায় স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫