প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।
ঘটনা
১৪৯২ সালের এই দিনে গ্রানাডার মুসলিমদের পতন হয়।
১৭৫৭ সালের এই দিনে ব্রিটিশরা কলকাতা দখল করে।
১৭৭৭ সালের এই দিনে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়। জর্জ ওয়াশিংটনের নেতৃত্ব আমেরিকান বাহিনী নিউ জার্সিতে ব্রিটিশ বাহিনীর হামলার মুখে পড়ে।
১৭৮৮ সালের এই দিনে জর্জিয়া আমেরিকার চতুর্থ রাজ্য হিসাবে যুক্ত হয়।
১৯০৫ সালের এই দিনে রাশিয়া-জাপান যুদ্ধ সংগঠিত হয়। পোর্ট আর্থারে রাশিয়ান গ্যারিসন জাপানের কাছে আত্ম সমর্পন করেন।
১৯৪১ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনে জার্মানির বিমান হামলা হয়।
১৯৪২ সালের এই দিনে আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেসন(এফবিআই) জার্মান গুপ্তচরের ৩৩ জনের একটা দলকে দলনেতা ফ্রিটজ জুবার্ট ডোকোনসসহ গ্রেফতার করে। এটি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি গুপ্তচর গ্রেফতারের ঘটনা।
১৯৪২ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান বাহিনী ফিলিপাইনের ম্যানিলা দখল করে।
১৯৫৫ সালের এই দিনে পানামার প্রেসিডেন্ট জোসে এ্যান্টিনিও রেমন কেন্টারা আততায়ীর হাতে নিহত হন।
জন্ম
১৮২২ সালের এই দিনে জার্মান পদার্থবিজ্ঞানী রুডলফ ক্লসিয়াস জন্মগ্রহণ করেন।
১৯৬০ সালের এই দিনে ভারতীয় ক্রিকেট খেলোয়াড় রমন লাম্বা জন্মগ্রহণ করেন।
১৯১৭ সালের এই দিনে বাংলাদেশি কবি ও শিশু সাহিত্যিক আহসান হাবীব জন্মগ্রহণ করেন।
১৯১৭ সালের এই দিনে বাংলাদেশি ঔপন্যাসিক ও ছোটগল্পকার শওকত ওসমান জন্মগ্রহণ করেন।
১৯২০ সালের এই দিনে মার্কিন বিজ্ঞান কল্পকাহিনী লেখক আইজাক আসিমভ জন্মগ্রহণ করেন।
১৯৪৮ সালের এই দিনে ব্রিটিশ বিজ্ঞানী মেরি আর্চার জন্মগ্রহণ করেন।
১৯৫৩ সালের এই দিনে বাংলাদেশি সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন।
১৯৮১ সালের এই দিনে আর্জেন্টাইন ফুটবলার ম্যাক্সি রদ্রিগেজ জন্মগ্রহণ করেন।
মৃত্যু
১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের কমিউনিস্ট বিপ্লবী নেতা সিরাজ সিকদার মৃত্যুবরণ করেন।
১৯৭৬ সালের এই দিনে ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক শৈলজানন্দ মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন।
দিবস
আজ বাংলাদেশে জাতীয় সমাজসেবা দিবস পালিত হচ্ছে।