Logo
×

Follow Us

সালতামামি

ইতিহাসে ২৮ জানুয়ারি: কোথায় কী ঘটেছিল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ১৩:৩৭

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা
১৮৩১ — সংবাদ প্রভাকর
ইতিহাসের এই দিনে, বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র কবি ঈশ্বরগুপ্ত সম্পাদিত ‘সংবাদ প্রভাকর’ প্রকাশিত হয়। 
জন্ম
টমাস আকুইনাস — একজন ইতালীয় দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ। ১২২৫ সালের আজকের দিনে জন্ম নেয়া এই দার্শনিক প্রাকৃতিক ধর্মতত্ত্বের সমর্থক এবং থোমিজমের (দর্শন) জনক।
লালা লাজপত রায় — ভারতীয় মুক্তিযোদ্ধা। ১৮৬৫ সালের আজকের দিনে জন্ম নেয়া এই সৈনিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।
কোলেত্তে — একজন ফরাসি লেখক, মঞ্চ অভিনেত্রী ও সাংবাদিক। ১৮৭৩ সালের আজকের দিনে জন্ম নেয়া এই লেখক ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন।
মৃত্যু
জন ম্যাক্ক্রেই — একজন কানাডিয়ান কবি, চিকিৎসক, লেখক ও শিল্পী। তাঁর বিখ্যাত যুদ্ধ-বিষয়ক স্মৃতিগ্রন্থ "ইন ফ্ল্যান্ডার্স ফিল্ডস" এর জন্য ব্যাপক আলোচিত এই কবি ১৯১৮ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন।
উইলিয়াম বাটলার ইয়েটস — একজন আইরিশ কবি। বিংশ শতাব্দীর সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ও আইরিশ সাহিত্য প্রতিষ্ঠার স্তম্ভ হিসেবে পরিচিত এই প্রতিভাবান ব্যক্তি ১৯৩৯ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন।
জোরা নীল হুর্স্টন — একজন মার্কিন লেখক, নৃতত্ত্ববিদ ও চলচ্চিত্র নির্মাতা। বিংশ শতাব্দীর শুরুর দিকে রাষ্ট্রের জাতিগত বিভেদ ও লড়াইসমূহ তুলে ধরার জন্য আলোচিত এই লেখক ১৯৬০ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫